মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে ২২ হাজার ১০১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ প্রকল্পের ৪র্থ পর্যায়ের ২য় ধাপে মৌলভীবাজার জেলার জুড়ীতে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নের মাধ্যমে ২য় ধাপের ৪র্থ পর্যায়ের ভূমিহীন ও গৃহহীন ৭৫টি পরিবার পেল নতুন ঠিকানা।
বুধবার সকালে প্রধানমন্ত্রী উদ্বোধনের পরপরই ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্লোগান সামনে রেখে জুড়ী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ৭৫টি পরিবারের মাঝে ঘরের চাবি, জমির কবুলিয়ত দলিল, নামজারি খতিয়ান ও সনদপত্র ফোল্ডার সহকারে উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, থানার (ওসি) হুমায়ূন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল, একাডেমিক সুপারভাইজার মো. আলা উদ্দিন, জুড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির আবাসিক প্রকৌশলী কবির আহমদ, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাশ, জুড়ী রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা তপন সূত্র ধর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ সুজাউদৌল্লাহ, দৈনিক সময়ের আলো প্রতিনিধি আব্দুর রহমান শাহীন, দৈনিক কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী, দৈনিক বাংলা প্রতিনিধি দেলোওয়ার হোসেন, রেপটর টিভির প্রকাশক ও সম্পাদক হোসাইন রুমেল, দৈনিক মুক্ত খবর প্রতিনিধি মাহমুদ উদ্দিন প্রমুখ।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ