ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু

প্রকাশনার সময়: ০৭ আগস্ট ২০২৩, ২০:৩০

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মারা গেছেন মা-মেয়ে। সোমবার (৭ আগস্ট) সন্ধার সময় উখিয়া পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-০৯ এর এ/৬ ব্লকস্থ পাহাড়ের পার্শ্বে অবস্থিত এফডিএমএন সদস্য আনোয়ার ইসলাম (৩২) এর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত জান্নাত আরা (৩২) উখিয়া ক্যাম্প- ৯ এর এ/৬ ব্লকের বাসিন্দার আনোয়ার ইসলামের স্ত্রী ও মাহিম আক্তার (২) তাদের মেয়ে।

কক্সবাজারের উখিয়া ৮ এপিবিএন, কমান্ডিং অফিসার মো. আমির জাফর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পানবাজার পুলিশ ক্যাম্পের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এফডিএমএন সদস্যদের সহায়তায় মাটি নিচে চাপা অবস্থায় জান্নাত আরা ও মাহিম আক্তারকে উদ্ধার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ