ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

নান্দাইলে দরিদ্ররা পেল ২৮ ছাগল

প্রকাশনার সময়: ০১ আগস্ট ২০২৩, ১৯:৪৮

ময়মনসিংহের নান্দাইলে ১৪ জন হতদরিদ্র নারী ও পুরুষের মাঝে ২৮টি ছাগল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) বিকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ও সেবা ফাউন্ডেশনের আয়োজনে চন্ডীপাশা ইউনিয়নের প্রগ্রেসিভ কিন্ডারগার্টেন স্কুল মাঠে এসব ছাগল বিতরণ করা হয়।

সেবা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইউসুফ আকন্দ মজিবুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও চন্ডীপাশা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইঁয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, নান্দাইল উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা আবুল হাসেম, সমাজসেবক নুরুল ইসলাম, নান্দাইল সেবা বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান আকন্দ প্রমুখ।

নয়া শতাব্দী/এসএ/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ