ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বড় ভাইকে গলা কেটে হত্যা, ছোটভাইসহ গ্রেফতার ৪

প্রকাশনার সময়: ৩০ জুলাই ২০২৩, ১৯:৩০ | আপডেট: ৩০ জুলাই ২০২৩, ১৯:৩৩

মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে গলা কেটে হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৩০ জুলাই) বিভিন্নস্থান থেকে তাদের পলাতক অবস্থায় গ্রেফতার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- প্রধান অসামি এইচ এম সবুর, সহযোগী অসামি আসলিম হাওলাদার, আসলাম হাওলাদার ও লিপি বেগম।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, কৃষক কবির হাওলাদারের সঙ্গে তার আপন ছোট ভাই মাদারীপুর কোর্টের মোহরী এইচ এম সবুরের বেশ কিছুদিন ধরে বাড়ির জমি নিয়ে দ্বন্ধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মাঝে রীতিমত উত্তেজনা চলছিল। শনিবার সন্ধ্যায় ওই জমিজমা নিয়ে আবারও উভয় পক্ষের মাঝে কথার কাটাকাটি হয়।

একপর্যায় এইচ এম সবুর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে তার দলের কয়েকজন লোকজন সাথে নিয়ে সন্ধ্যায় কবির হাওলাদারকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষতবিক্ষত করে এবং গলাকেটে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় তাকে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত কবিরের ছেলে ফরিদ হাওলাদার বাদী হয়ে রাতেই সবুরসহ ৪ জনকে আসামি করে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

নিহতের ছেলে ফরিদ হাওলাদার বলেন, আমার বাবার হত্যাকারী সবুরসহ সকলের ফাঁসি চাই।

পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান আনিস বলেন, খুনি সবুর পেশায় একজন কোর্টের মুহুরি। সে তার আপন ভাই কবিরকে প্রকাশ্যে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে। এ ঘটনার তিব্র নিন্দা জানাই। আসামিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই।

কালকিনি থানার সদ্য যোগদানকৃত ওসি মো. নাজমুল হাসান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। আমরা দ্রুত অভিযান পরিচালনা করে মূলহোতা সবুরসহ ৪ জনকে গ্রেফতার করেছি।

নয়া শতাব্দী/এসএ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ