ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

প্রকাশনার সময়: ৩০ জুলাই ২০২৩, ০৯:২৮
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরাকান স্যালভেশন আর্মির (আরসার) গুলিতে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৯ জুলাই) রাত ১০টার দিকে উখিয়া ৭ নং ক্যাম্পে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উখিয়া ৭ নং ক্যাম্পের মোহাম্মদ নজির হোসেনের ছেলে মোহামদ সেলিম (৪৫)।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার (২৯ জুলাই) রাত ১০টায় ওই ক্যাম্পে ১০ থেকে ১২ জন আরসা সন্ত্রাসী সেলিমকে লক্ষ্য করে ৮ থেকে ১০ রাউন্ড গুলি করে। এ সময় সংবাদ শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ সেলিমকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ