ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঋণমুক্তির আনন্দে দুধ দিয়ে গোসল করলেন শহিদুল

প্রকাশনার সময়: ২৬ জুলাই ২০২৩, ১৪:৪৭

এনজিওর ঋণ পরিশোধ করে এক মণ দুধ দিয়ে গোসল করেছেন শেরপুরের নালিতাবাড়ীর বাঘবেড় ইউনিয়নের জাংগালিয়া কান্দার শহিদুল ইসলাম। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

মঙ্গলবার (২৫ জুলাই) জাংগালিয়াকান্দা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নিজ বসতবাড়ির আঙিনায় জনসম্মুখে দুধ দিয়ে গোসল করে তিনি এই ঋণমুক্তির ঘোষণা দেন। এ ঘটনা দেখতে উৎসুক জনতার ভীড় করেছিল তার বাড়ি।

শহিদুল শপথ করেন জীবনে আর কখনও সমিতি বা এনজিও থেকে কোনো প্রকার ঋণ গ্রহণ করবেন না। এমনকি কেউ যেন কখনও এনজিও থেকে ঋণ না নেয় সে বিষয়ে জনসাধারণকে উৎসাহিত করেন।

তথ্য মতে, শহিদুল ইসলাম বছর এক আগে একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। ওই ঋণের টাকা সাপ্তাহিক কিস্তিতে পরিশোধ করার কথা থাকলেও তিনি তা পরিশোধে ব্যর্থ হয়। এতে এনজিও কর্মকর্তাদের তোপের মুখে পড়ে যান তিনি।

অপরদিকে রাজমিস্ত্রির কাজ নিয়মিত না হওয়ায় পাঁচজনের সংসার চালাতে কষ্ট হচ্ছিল তার। এছাড়া তিনি নানা রকম শারীরিক সমস্যায়ও ভুগছিলেন। অনেকটা অসহায় হয়ে সবশেষ সিদ্ধান্ত নেন পালের একটি গরু বিক্রি করে তিনি এই ঋণের অভিশাপ কাটিয়ে উঠবেন। পরে তিনি দুধ দিয়ে গোসল করে শপথ নেবেন জীবনে কখনও ঋণ করবেন না।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ