মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. নাহিদ আহমেদ (৩০) নামের এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল আনুমানিক ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী এলাকায় কুমিল্লা মুখী এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ আহমেদ রাজশাহীর পালশা থানার জাগিরচর গ্রামের নাসির উদ্দীনের ছেলে। তিনি একটি ঔষধ কোম্পানির সোনারগাঁ এরিয়া রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী সন্তান নিয়ে গজারিয়া উপজেলার প্বার্শবর্তী উপজেলা সোনারগাঁও ভাড়া বাসা থাকতেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার নাহিদ আহমেদ সোনারগাঁও থেকে মোটরসাইকেল চালিয়ে গজারিয়া দিকে যাচ্ছিল। এতে ঘটনাস্থলে আসলে একই মুখী একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস পিছনে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী নাহিদের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ সময় বাসটি পালানোর চেষ্টা করলে অপর একটি প্রাইভেটকারকের পেছনে ধাক্কা দেয়। তবে প্রাইভেটকারের চালক ও যাত্রী অক্ষত রয়েছে।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ এবং মোটরসাইকেল বর্তমানে তাদের হেফাজতে রয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করার চেষ্টা করছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ