ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজের দাবিতে টঙ্গীতে মানববন্ধন 

প্রকাশনার সময়: ১৬ জুলাই ২০২৩, ১৬:৫৩

গাজীপুরের টঙ্গীতে নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন করে বিভিন্ন স্কুল, কলেজ শিক্ষার্থী ও সাধারণ জনগণ।

রোববার (১৬ জুলাই) সকালে টঙ্গী কলেজের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা। এতে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি। যানযট নিরসনের কাজ করেন টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার পুলিশ এবং ট্রাফিক বিভাগ।

মানববন্ধনে বক্তারা ৫টি দাবি উপস্থাপন করেন।

দাবিগুলো হলো-

১. ঘাতক জলসিড়ি বাসের ড্রাইভার ও হেলপারের ফাঁসি চাই

২. রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ শীঘ্রই খুলে দিতে হবে

৩. পার্মানেন্টভাবে ট্রাফিক পুলিশ দিতে হবে

৪. স্পিড ব্রেকার এবং এক সপ্তাহের মধ্যে অস্থায়ী ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে

৫. রাস্তার দুই পাশে রেলিং দিয়ে আটকিয়ে হবে এবং রাস্তার দুই পাশে স্টিট লাইট দিতে হবে

মহাসড়ক অবরোধ ও মানববন্ধন শেষে বিআরটি ও প্রশাসনের কাছে একশত টাকা স্ট্যাম্পের মধ্যে স্বাক্ষর নেন সাধারণ শিক্ষার্থীরা। এবং আগামী তিন দিনের মধ্যে ২ ও ৪ নং দাবি বাস্তবায়িত না হলে ছাত্রদের আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত বিআরটি ও প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়া হয় এবং ২ ও ৪ নং দাবি দুইদিনের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন।

অন্যদিকে, আজ রোববার সকালে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় রাস্তা পারাপারের সময় বাস চাপায় নিহত হয়েছেন নিহত চাঁদনী আক্তার নামে এক মেয়ে। সে স্কয়ার কোম্পানি মার্কেটিং বিভাগ চাকরি করতেন। নিহতের মরদেহ এ প্রতিবেদন লেখা পর্যন্ত টঙ্গী পূর্ব থানায় রয়েছে।

জানা গেছে, নিহতের পিতার নাম খোকন মিয়া। গ্রামের বাড়ি শরীয়তপুর জাজিরা থানায়। এছাড়াও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত অবস্থায় এক শিক্ষার্থী রাস্তা পারাপারের সময় আলিফ নামে এক ছেলেকে ধাক্কা দিয়ে বসুমতি নামে একটি বাস। আহত আলিফ টঙ্গী পাইলট স্কুলের নবম শ্রেণীর ছাত্র।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ