ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি তুহিন

প্রকাশনার সময়: ১৫ জুলাই ২০২৩, ২২:২১ | আপডেট: ১৫ জুলাই ২০২৩, ২২:২৩

ময়মনসিংহ নান্দাইলে খারুয়া ইউনিয়নে ১ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (১৫ জুলাই) সকাল ১১ টায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় খারুয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত ভূইয়া মিন্টু,উপজেলা প্রকৌশলী মো. শাহেবুর রহমান সজীব, খারুয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রাশিদ, মো. জালাল উদ্দীন মল্লিক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন উজ্জ্বল প্রমুখ।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাত ও পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি এমপি তুহিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তিনি উন্নয়ন দিয়ে বাংলাদেশকে বদলে দিয়েছেন। সকল মানুষ এর সুফল পাচ্ছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর মাধ্যমে আমি আমার নান্দাইলকে উন্নয়নের ছোয়ায় বদলে দিয়েছি। উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে চারতলা ভবন হয়েছে। আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ