উজান থেকে আসা ঢল অব্যাহত থাকা ও ভারি বর্ষণের ফলে টাঙ্গাইলের সব নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে বন্যার আশঙ্কা করা হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় বেশ কয়েকটি উপজেলায় দেখা দিয়েছে ভাঙনও।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ ছাড়া, যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ২৯ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ২৫ সেন্টিমিটার, বংশাই নদীর পানি মির্জাপুর পয়েন্টে ১০ সেন্টিমিটার, ফটিকজানী নদীর পানি নলচাপা পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এসব নদীরগুলোর পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির পাশাপাশি নদী ভাঙন অব্যাহত আছে।
এ ব্যাপারে টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ভাঙন রোধে আমরা কাজ করছি।
নয়াশতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ