পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে গোসল করতে নেমে রাব্বি ফকির (২৪) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার পাকশী ইউনিয়নের নলগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রাব্বি ফকির উপজেলার সাহাপুর ইউনিয়নের ফকির পাড়া গ্রামের জামরুল ফকিরের ছেলে। সে পেশায় একজন দিনমজুর।
নিখোঁজ রাব্বি ফকিরের স্বজনরা জানায়, শুক্রবার বেলা ১২টার দিকে রাব্বি তার চাচাতো ভাইসহ কয়েকজনকে সাথে নিয়ে নলগাড়ি এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে যায়। স্বজনরা খোঁজাখুঁজি করে রাব্বি ফকিরকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের সদস্যরা ও রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরিদল এবং স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেছে। তবে এই সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ রাব্বি ফকিরকে উদ্ধার করা সম্ভব হয়নি।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ