ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

সাপাহারে দুরারোগ্য রোগীদের মাঝে ১০ লাখ টাকার চেক বিতরণ

প্রকাশনার সময়: ১৩ জুলাই ২০২৩, ১৯:৫৬ | আপডেট: ১৩ জুলাই ২০২৩, ১৯:৫৯

নওগাঁর সাপাহারে দুরারোগ্য আক্রান্ত ২০ জন ব্যক্তির মাঝে ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিসার আয়োজনে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে সরকারি চিকিৎসা সহায়তা হিসেবে দুরারোগ্য রোগ কিডনী, ক্যান্সার, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইস্ট, থ্যালাসামিয়া ও জন্মগত হৃদরোগ আক্রান্ত উপজেলা ২০ জন ব্যক্তির মধ্যে চেক বিতরণ করা হয়।

এ সময় উপকারভোগীদের এবং তাদের পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকার চেক তুলে দেন উপজেলা পরিষদ চেয়াম্যান শাহজাহান হোসেন মন্ডল।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ