ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ভবন-দোকানে এডিসের লার্ভা পাওয়ায় জরিমানা

প্রকাশনার সময়: ১২ জুলাই ২০২৩, ১৯:০১ | আপডেট: ১২ জুলাই ২০২৩, ১৯:০৫

এডিস মশার লার্ভা পাওয়ায় নির্মাণাধীন দুই ভবন ও দোকান মালিককে জরিমানা করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)।

বুধবার (১২ জুলাই) দুপুরে নগরীর মৃত্যুঞ্জয় স্কুল রোড ও জেসিগুহ রোড এবং রেলির মোড় বিভিন্ন এলাকায় অভিযান চালায় মসিকের ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি নিশ্চিত করে মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব জানান, অভিযানে মৃত্যুঞ্জয় স্কুল রোড ও জেসিগুহ রোডের দুই নির্মাণাধীন ভবন এবং রেলির মোড় এলাকার এক টায়ারের দোকানে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন ও দোকান মালিকদের সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপায়ন দাস শুভ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

প্রসঙ্গত, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে চলমান ডেঙ্গু পরিস্থিতিতে মশক নিধনে এডাল্টিসাইড ও লার্ভিসাইড প্রয়োগ ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি কার্যক্রমকে জোর দেওয়া হয়েছে। নিয়মিত মাইকিং, লিফলেট বিতরণের প্রচারের পাশাপাশি স্কুলভিত্তিক সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অভিযানকালে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ