ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

তিস্তায় নৌকা ডুবে ৩ শ্রমিক নিখোঁজ

প্রকাশনার সময়: ০৯ জুলাই ২০২৩, ১৭:১৪ | আপডেট: ০৯ জুলাই ২০২৩, ১৭:২০

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে নৌকা ডুবে তিন জন কৃষি শ্রমিক নিখোঁজ হয়েছেন। রোববার (৯ জুলাই) সকাল ৯ টায় উপজেলার সিঙ্গিমারী ইউপির হাজীরমোড় গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলেন- উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত দমেজ উদ্দিনের ছেলে ফজলুল হক (৫৯), মৃত জুলাই শেখের ছেলে আহিদুল (৫০) দক্ষিণ গড্ডিমরাী এলাকার মৃত খাদু শেখের ছেলে শফিকুল (৪৫)।

জানা গেছে, রোববার সকালে কৃষিকাজ করতে ১৬/২০ জন শ্রমিক হাতীবান্ধা উপজেলার ধুবনি গ্রামের হাজীর মোড়ে তিস্তা নদীতে ছোট নৌকায় করে নদীর ওপারে কাজে যাচ্ছিল। তবে নৌকায় অতিরিক্ত যাত্রী ওঠার কারণে ডুবে যায়। এ ঘটনায় তিনজন শ্রমিক নিখোঁজ হয়েছেন। এতে তিস্তা নদী পাড়ের গ্রামটিতে শোকের ছায়া নেমে এসেছে।

তিস্তা নদীতে তীব্রস্রোত থাকায় স্থানীয়রা নিখোঁজ ব্যক্তি ও নৌকাটি উদ্ধারে তেমন সুবিধা করতে পারছে না। এদিকে রংপুর হতে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের টিম এসেছে। টিমে কোনো ডুবুরি না থাকায় উদ্ধার অভিযান ব্যহ্নত হচ্ছে। তবে অন্যত্র হতে ফায়ার সার্ভিসের ডুবুরি আসছে বলে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মনির জানান।

প্রত্যক্ষদর্শী জগদীশ বলেন, নদী পার হয়ে আমন ধানের চারা লাগাতে গিয়ে নৌকা ডুবে যায়। বয়স্ক তিনজন ডুবে যায়। এনো তাদের খোঁজ পাওয়া যায়নি।

সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, নৌকাডুবির খবর শুনেই আমি ঘটনাস্থলে আছি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ