ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাস্তার পাশে খেলাফত মজলিস নেতার রক্তাক্ত মরদেহ

প্রকাশনার সময়: ০২ সেপ্টেম্বর ২০২১, ০১:১৭

সিলেটে সড়ক দুর্ঘটনায় মাওলানা আইয়ুব আলী (৫২) নামে খেলাফত মজলিস নেতার মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টার দিকে সিলেটের বিয়ানীবাজার জলঢুপ এলাকায় পড়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইয়ুব আলীর বাড়ি বড়লেখা উপজেলা তরাদরম এলাকায়।

তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জেলার প্রতিষ্ঠাকালীন সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং সিলেট জোনের সহকারী পরিচালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে রাস্তার পাশে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা বিয়ানীবাজার থানা পুলিশকে খবর দেন। মরদেহের পাশে একটি লাল রঙের পালসার মোটরসাইকেল (সিলেট-ল ১১-৪৮৭০) পড়ে থাকতে দেখা যায়।

এ তথ্য নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত যানবাহন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে তিনি প্রাণ হারান। পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করেছে এবং দুর্ঘটনার জন্য দায়ী যানবাহনের খোঁজ করছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ