ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

রোহিঙ্গা শিবিরে ৫ আরসা সদস্য খুনের ঘটনায় আটক ৬

প্রকাশনার সময়: ০৮ জুলাই ২০২৩, ২১:৫৫ | আপডেট: ০৮ জুলাই ২০২৩, ২১:৫৭

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরে ৫ আরসা সদস্য খুনের ঘটনায় জড়িত সন্দেহে ৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার করা হয়।

শনিবার (৮ জুলাই) বিকেল বিষয়টি নিশ্চিত করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এর আগে শুক্রবার (৭ জুলাই) রাতে ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প/ওয়েস্টে অভিযান চালানো তাদের আটক হয়।

আটক ব্যক্তিরা ওই ক্যাম্পের বাসিন্দা। তবে তাদের নাম জানা যায়নি।

৮ এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, ১৪ ও ৮ এপিবিএনের যৌথ অভিযানে ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প/ওয়েস্টে যৌথ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে, শুক্রবার ভোর ৬টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট, ব্লক-বি ১৭-১৮ সংলগ্ন এলাকায় দুষ্কৃতকারীদের দুই পক্ষের গোলাগুলির ঘটনায় ঘটনাস্থলে তিনজন ও পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, পাঁচ জন খুনের ঘটনায় এখনও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ জমা দেওয়া হয়নি। সে কারণে এখনও মামলা রেকর্ড করা হয়নি।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে মামলা রেকর্ড করা হবে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ