দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
শনিবার (০৮ জুলাই) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক।
তিনি জানান, ভারতে পঞ্চায়েতের নির্বাচন উপলক্ষে আজ ভারত থেকে কোনো পণ্য আমদানি এবং রফতানি হবে না। তবে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে। আগামীকাল রোববার যথারীতি আমদানি-রফতানি স্বাভাবিক হবে।
অন্যদিকে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল জানান, এই বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ