সুইডেনে রাষ্ট্রীয় সহযোগিতায় কোরআন অবমাননার প্রতিবাদে এবং অপরাধীদের শাস্তির দাবিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) জুমার নামাজ শেষে উলামা মাশায়েখ পরিষদ ডোমার উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। জুম্মার নামাজ শেষে বাটার মোড় থেকে এক বিরাট বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উলামা মাশায়েখ পরিষদ ডোমার শাখার সভাপতি প্রভাষক মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে ও রেলষ্টেশন মসজিদের খতিব কামরুল ইসলাম অরেফীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্পাদক মোসলেম হুদ্দীন শাহ ও চইবি শিক্ষার্থী মাওলানা আবু সাঈদ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পবিত্র কোরআন অবমাননার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সঙ্গে ঘটনায় দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত সুইডেনের সকল পণ্য বর্জনের জন্য বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানান তারা।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ