ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

লোহাগাড়ায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় প্রাণ গেল শিশুর

প্রকাশনার সময়: ০৫ জুলাই ২০২৩, ১৭:৪৫ | আপডেট: ০৫ জুলাই ২০২৩, ১৭:৪৭

চট্টগ্রামের লোহাগাড়ায় রাস্তা পারাপারের সময় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় নিগার বিশ্বাস (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

বুধবার (৫ জুলাই) দুপুর পৌনে ২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিগার বিশ্বাস আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি কালীবাড়ি এলাকার শিমুল বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শিশুটি রাস্তা পার হচ্ছিল। এ সময় কক্সবাজার অভিমুখী একটি তেলবাহী ট্যাংকার দ্রুত গতিতে এসে শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হয় সে। পরে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গাড়িটি আটক করে।

বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ