কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভায় পারিবারিক কলহের জেরে মা-ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (৫ জুলাই) রাত ২ টার দিকে পাঁচড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী নিপা আক্তার (২৭) এবং তাদের ছেলে আলী হাসান মুজাহিদ (৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা।
স্থানীয়রা নিপা আক্তারকে মৃত অবস্থায় দেখতে পায় এবং ছেলে আলী হাসান মুজাহিদকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যায়। ঘটনার পর থেকে ঘাতক ভাতিজা মীর হোসেন পলাতক রয়েছে।
ওসি শুভরঞ্জন চাকমা জানান, পারিবারিক কলহেরে জেরে ঘটনাটি ঘটেছে। নিহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা লাশ উদ্ধার করে সুরতাহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। তদন্তের স্বার্থে বিস্তারিত পরে জানানো হবে।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ