ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

ঈদের ছুটি শেষে ভোমরা বন্দরে আমদানি-রফতানি শুরু

প্রকাশনার সময়: ০২ জুলাই ২০২৩, ১৫:৩০

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৫ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে।

রোববার (২ জুলাই) সকাল থেকেই চালু হয়েছে ভোমরা স্থলবন্দর।

ঈদের ছুটিতে গত ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ভোমরা বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন খোলা ছিল। এ সময় ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু'দেশের পাসপোর্ট যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম খান বলেন, মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে মঙ্গলবার (২৭ জুন) থেকে ১ জুলাই শনিবার পর্যন্ত ভোমরা বন্দরের সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। টানা পাঁচ দিন বন্ধ থাকার পর রোববার থেকে আবার বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ