ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

চামড়া পাচার রোধে সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি

প্রকাশনার সময়: ০১ জুলাই ২০২৩, ১৬:১৩ | আপডেট: ০১ জুলাই ২০২৩, ১৬:১৯

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত দিয়ে চামড়া পাচার রোধে সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিবি সুপরিকল্পিতভাবে কার্যক্রম পরিচালনা করছে। এতে ঈদ পরবর্তী চামড়া পাচার প্রতিরোধে বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়েছে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা। বিভিন্ন যানবাহন তল্লাশি করা হচ্ছে।

বিজিবি জানায়, সুপরিকল্পিত ও কঠোরভাবে চেকপোস্ট পরিচালনার কারণে এবার প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে কোনো গবাদিপশু প্রবেশ করতে পারেনি। সীমান্ত দিয়ে চামড়া পাচার প্রতিরোধে বিজিবি কঠোর নজরদারি করছে। একই সাথে সীমান্তের কোনো স্থানে কেউ যাতে চামড়া মজুদ না করতে পারে সেজন্য বিজিবি কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি সিও লে. কর্ণেল মো. আশরাফুল হক বলেন, আমাদের দেশ থেকে যাতে কোনোভাবে চামড়া পাচার না হয় তাই বিজিবির সদস্যরা সীমান্তে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছে। সীমান্ত দিয়ে কোনো গরু প্রবেশ করতে দেয়নি এবং চামড়াও পাচার করতে দেব না।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ