ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ঢাকা দক্ষিণে কোরবানির দ্বিতীয় দিনের বর্জ্য শতভাগ অপসারণ

প্রকাশনার সময়: ৩০ জুন ২০২৩, ২৩:৩৩

ঈদুল আজহার দ্বিতীয় দিনে কোরবানি করা পশুর বর্জ্য মাত্র পৌনে সাত ঘণ্টায় অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

শুক্রবার (৩০ জুন) রাত পৌনে নয়টায় ৪২ নম্বর ওয়ার্ডের বর্জ্য অপসারণের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা হলো।

রাতে সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত পৌনে ৯টার দিকে এ কার্যক্রম সম্পন্ন হলো। অর্থাৎ ৭ ঘণ্টারও কম সময়ে দ্বিতীয় দিনের কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।

এর আগে, ঈদের দিন, বৃহস্পতিবার (২৯ জুন) প্রায় সাড়ে ১১ ঘণ্টায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করে ডিএসসিসি কর্তৃপক্ষ।

এদিন দিনভর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করেছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

জানা গেছে, দ্রুত সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে দুই সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দ্রুত ও নির্ধারিত সময়েই বর্জ্য অপসারণে হটলাইন খোলা আছে। পাশাপাশি বর্জ্য অপসারণে প্রায় ১১ লাখ প্লাস্টিক ও পলিব্যাগ সরবরাহ করেছে দুই সিটি কর্তৃপক্ষ।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ