ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

যেখানে সেখানে ময়লা না ফেলার অনুরোধ মেয়র আতিকের

প্রকাশনার সময়: ২৯ জুন ২০২৩, ১৭:০১

যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মো. আতিকুল ইসলাম বলেন, রাজধানীতে গত ২৪ ঘণ্টায় প্রায় ১৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কিন্তু সেই তুলনায় সড়কে পানি কম জমেছে। এ জন্য আমি স্বস্তি প্রকাশ করছি। আগে যেমন বৃষ্টির মধ্যে বিভিন্ন জায়গায় আটকে যেতাম। আজকে বৃষ্টির মধ্যেও আসতে পেরেছি। উত্তরা থেকে আসার সময় দেখেছি রাস্তায় পানি জমে ছিল। তবে, দ্রুত পানি নেমে গেছে।

মেয়র বলেন, তাড়াতাড়ি বর্জ্য অপসারণ করতে এলাকাবাসীর সাহায্য দরকার। আমি সবাইকে অনুরোধ করব, যেখানে সেখানে যেন ময়লা না ফেলেন। আমরা প্রত্যেককে পলি দিয়েছি। বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলবেন। আমাদের প্রায় ১১ হাজার শ্রমিক কাজ করছে। শ্রমিকদের সাহায্য করার অনুরোধ করছি।

মো. আতিকুল ইসলাম আরও বলেন, দ্রুত বর্জ্য অপসারণে করপোরেশনের কর্মকর্তারা মাঠে থাকবেন। এ জন্য নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। পশুর বর্জ্য অপসারণ করতে কেউ সহযোগিতা চাইলে নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করতে পারবেন।

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ