ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

বৃষ্টিতে ভিজেই রাজধানীর অলিগলিতে পশু কোরবানি

প্রকাশনার সময়: ২৯ জুন ২০২৩, ১২:০১ | আপডেট: ২৯ জুন ২০২৩, ১২:১৫

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করছেন। তবে বৃষ্টির কারণে সকাল থেকে নামাজ ও কোরবানি দিতে বেগ পেতে হচ্ছে সবাইকে। তাই বৃষ্টিতে ভিজেই রাজধানীর অলিগলিতে চলছে পশু কোরবানি।

বৃহস্পতিবারও (২৯ জুন) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে ঈদের নামাজ আদায়ের পাশাপাশি পশু কোরবানি দিতেও বিড়ম্বনায় পড়ছেন অনেকেই।

সকালে ঈদের নামাজের পরই ঢাকার সব অলিগলিতে বৃষ্টিতে ভিজেই পশু কোরবানি শুরু করেছেন সবাই। তবে যাদের সুযোগ আছে তারা বাসার নিচের গ্যারেজে পশু কোরবানি করেছেন। আর এজন্য পাড়া-মহল্লার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।

অন্যদিকে, কোরবানিতে পশু জবেহ করার পর মাংস কাটায় ব্যস্ত সময় পার করছেন কসাইরা। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিবছরের মতো এবারও কসাইরা এসেছেন।

পবিত্র ঈদুল আজহায় এ বছর দেশে প্রায় ১ কোটি ৫ লাখ পশু কোরবানি দেয়া হবে। শহরকেন্দ্রিক সবচেয়ে বেশি সংখ্যক পশু কোরবানি হবে রাজধানী ঢাকায়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ