রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। তাই শেষ মুর্হূতে পরিবারের সঙ্গে ঈদ করতে যে যেভাবে পারছেন রওনা দিয়েছেন বাড়ির উদ্দেশ্যে। নিন্ম আয়ের মানুষেরা গণপরিবহনে অতিরিক্ত ভাড়ার কারণে ট্রাকে করে বাড়ি ফিরছেন। তবে ভাড়া কম দেওয়ায় যাত্রীদর ট্রাক থেকে ফেলে দেওয়া হয়েছে। এতে ৬ যাত্রী আহত হন।
বুধবার (২৮ জুন) বেলা আড়াই টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের কালিহাতীর আনালিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে যাত্রীদের ফেলে দেওয়া চালক ও তার সহকারী ট্রাক নিয়ে পালিয়ে যায়।
আহত যাত্রীরা জানায়, ঢাকা থেকে বগুড়া যাওয়ার উদ্দেশ্যে তারা কয়েকজন ট্রাকে উঠেন। ট্রাকটি আনালিয়াবাড়ি এলাকায় আসার পর চালকের সহকারী তাদের কাছে ৮শ’ টাকা ভাড়া চান। এ সময় তারা ৫শ’ টাকা করে দিতে চাইলে তাদের গালাগাল করতে থাকে। একপর্যায়ে অন্য আরেক ট্রাকে থাকা এবং তাদের বহনকরা ট্রাকের লোকজন তাদের গাড়ি থেকে ফেলে দিয়ে মালামাল নিয়ে চলে যায়।
এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন বলেন, এ রকম হয়ে থাকলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ