ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

স্কুলছাত্র জয়ন্তের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

প্রকাশনার সময়: ২৮ জুন ২০২৩, ১৩:৪২ | আপডেট: ২৮ জুন ২০২৩, ১৩:৪৯

পটুয়াখালীতে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত ও রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৮ জুন) বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে পটুয়াখালী সরকারি জুবলী স্কুলের সাবেক ও বর্তমান শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখে জুবলী স্কুলের সাবেক শিক্ষার্থী অমিও পাল তূর্য, ইকতিয়ার ফেরদৌস বকুল, মো. শাফি প্রমূখ।

বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, আমরা কারো ফাঁসির দাবি নিয়ে আসি নাই। আমরা এসেছি যাতে জয়ন্তর মৃত্যুর সঠিক কারণ বেরিয়ে আসে তদন্তের মাধ্যমে। আমরা চাই যাতে তার পরিবারের সবার মনে একটু শান্তি ফিরে আসে। কারণ তাদের মনে এখন শান্তি নেই।

উল্লেখ্য, গত ২৩ জুন পটুয়াখালী পৌরসভা সংলগ্ন লেকে রহস্যজনক মৃত্যু হয় জয়ন্ত সাহা নামের এক স্কুল শিক্ষার্থীর। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নিহত জয়ন্ত শাহা নতুন পটুয়াখালী শহরের নতুন বাজার এলাকার যাদব শাহার ছেলে ও সরকারি জুবলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ