ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঈদযাত্রায় ভোগান্তি রোধে মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশনার সময়: ২৫ জুন ২০২৩, ১৮:৩৬

ঈদযাত্রায় ভোগান্তি রোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার জামালদী হতে বাউশিয়া পাখির মোড় পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়ক যানজট মুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ।

রোববার (২৫ জুন) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের পাশে বাউশিয়া পাখির মোড়, দরি বাউশিয়া, ভবেরচর, আনারপুরা, ভাটেরচর, বালুয়াকান্দি ও জামালদী এলাকায় এ উচ্ছেদ অভিযান চলে ।

এ সময় মহাসড়কের পাশে গড়ে ওঠা অর্ধ শতাধিক অবৈধ দোকান পাট উচ্ছেদ করা হয়।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে, স্বস্তিতে এবং নিরাপদে ঘরে ফিরতে পারে এজন্য আমাদের এই প্রচেষ্টা।’

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ