ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

টানা ৬ দিন বন্ধের ফাঁদে আখাউড়া স্থল বন্দর

প্রকাশনার সময়: ২৫ জুন ২০২৩, ১৮:৩১

পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর টানা ৬ দিন বন্ধ। যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

শনিবার (২৫ জুন) দুপুরে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়ে়শনের সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, আগামী ২৭ জুন মঙ্গলবার থেকে ২ জুলাই রোববার পর্যন্ত পবিত্র ঈদুল আজহা ও শুক্রবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে এ বন্দর দিয়ে টানা ৬ দিন যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম বলেন, ‘মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষ ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে আগামী ২৭ জুন মঙ্গলবার থেকে ২ জুলাই রোববার পর্যন্ত টানা ৬ দিন এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরকে চিঠির

মাধ্যমে জানানো হয়েছে। আগামী ৩ জুলাই সোমবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে টানা ৬ দিন যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এ বন্দর দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্য সময়ের মতো স্বাভাবিক থাকবে।’

উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যসহ উত্তর-পূর্ব ভারতের ৭টি পাহাড়ি রাজ্যে পাথর, ছোট বড় মাছ, সিমেন্টসহ অর্ধশতাধিক পণ্য রপ্তানি করা হয়।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ