ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

নতুন হুইল চেয়ারে ঈদের মাঠে যাবে ১০ প্রতিবন্ধী 

প্রকাশনার সময়: ২৫ জুন ২০২৩, ১৮:২৫

নিজের পায়ে চলাফেরার ক্ষমতা নেই। ওরা প্রতিবন্ধী। পরের উপর ভর করে চলতে হয়। আজ রোববার তাদের চোখে-মুখে যেন রাজ্য জয়ের খুশি! তিনদিন পর দেশে উদযাপন হবে ঈদুল আজহা। অথচ ঈদের আগেই আজকের দিনটা যেন তাদের কাছে আরেকটি ঈদের দিন! কারণ নতুন হুইল চেয়ারে বসে এবার ঈদ উদযাপন করবেন তারা।

জানা গেছে, হুইল চেয়ারের অভাবে তারা চলাফেরা করতে পারতেন না। কিশোরগঞ্জের হোসেনপুরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যাগে এ রকম ১০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

আজ রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক, জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. দ্বীন ইসলাম নয়ন, অফিস সহকারী রাশেদুল ইসলাম রবিনসহ আরও অনেকে।

সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক বলেন, ‘ঈদের আগে তাদেরকে হুইল চেয়ার বিতরণ করতে পেরে আমরা সন্তুষ্ট। এ উপজেলার প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তিকেই পর্যায়ক্রমে হুইল চেয়ার বিতরণ করা হবে।’

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ