সুন্দরবনের আত্মসমর্পণকারী ১৫ জলদস্যুদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।
রোববার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় র্যাব মহাপরিচালকের পক্ষ থেকে র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান দস্যুদের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় এখনও শান্তির সু-বাতাস বইছে সুন্দরবনে। অপহরণ করে মুক্তিপণ দাবি ও হত্যার ঘটনা এখন আর নেই। অপরদিকে, আত্নসমর্পনকারী জলদস্যুরা পুর্ণবাসিত হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন।
সরকারের পক্ষ থেকে আত্নসমর্পণকারী সকল জলদস্যু-বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল মামলা সংশ্লিষ্ট আদালত কর্তৃক নিস্পত্তির বিষয়টি প্রক্রিয়াধীন। প্রধানমন্ত্রীর সঠিক দিকনির্দেশনায় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও র্যাবের সক্রিয় অংশগ্রহণে সুন্দরবন আজ জলদস্যুমুক্ত বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
ওই খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- পোলাওয়ের চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, কিশমিশ, জিরা, মসলা, পেঁয়াজ, আলু, বাদামসহ বিভিন্ন উপহার সামগ্রী। র্যাবের পক্ষ থেকে ঈদ সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন আত্মসমর্পণকারী দস্যুরা।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ