ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

পায়রা বিদ্যুৎ কেন্দ্রে বিকাল ৪ টায় উৎপাদন শুরু

প্রকাশনার সময়: ২৫ জুন ২০২৩, ১১:৩৯

পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের চুল্লি থেকে বের হচ্ছে ধোঁয়া। আজ রোববার বিকাল চারটায় উৎপাদনে যাবে কেন্দ্রটি।

আজ সকাল থেকে একটি ইউনিটের চুল্লি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কর্তৃপক্ষ বলছে, বিকালে উৎপাদন শুরু হলে সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হবে বিদ্যুৎ। ফলে দেশের বিদ্যুৎ ঘাটতি অনেকটা কমবে বলে আশা করছেন তারা।

এর আগে ৪১ হাজার ২০৭ মেট্রিক টন জ্বালানি নিয়ে ইন্দোনেশিয়ার বালিক পাপান বন্দর থেকে পায়রা বন্দরে পৌঁছায় মাদার ভ্যাসেল অ্যাথেনা। পরে ভ্যাসেলটি শুক্রবার তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে পৌঁছালে কয়লা খালাস কার্যক্রম শুরু হয়। এর মধ্য দিয়ে জ্বালানি পেয়ে সকাল থেকে সচল হয় কেন্দ্রটি।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো জানান, জ্বালানি পেয়ে সকাল থেকে একটি ইউনিট সচল হয়েছে। বিকাল ৪টার মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে। এছাড়া এই পাওয়ার প্লান্টের ২য় ইউনিটও আশা করা যায় অল্প সময়ের মধ্যেই সচল হবে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ