ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

কাউখালীতে বিনামূল্যে বীজ, সার ও নারিকেল চারা বিতরণ

প্রকাশনার সময়: ২৪ জুন ২০২৩, ১৯:০৪ | আপডেট: ২৪ জুন ২০২৩, ১৯:১২

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও নারকেল চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে মৌসুমী উফশী আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও নারকেল চারা বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, জাতীয় পার্টি জেপি সাধারণ সম্পাদক মনজুরুল পায়েল, উপসহকারী কৃষি কর্মকর্তা পবিত্র কুমার, উপসহকারী কৃষি কর্মকর্তা জহিরূল ইসলাম তালুকদার, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ।

উপজেলার ৫০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি উফসি আমন ধান এবং ১০ কেজি ডি, এফ এ সার ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়। এ ছাড়া জনপ্রতি পাঁচটি করে ২ হাজার পাঁচশত নারকেল গাছের চারা দেওয়া হয়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ