মানিকগঞ্জে হরিরামপুরে পদ্মা নদীতে ৪৮টি গরুবোঝাই ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৮টি গরু উদ্ধার করা হয়েছে। বাকি গরু উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
শনিবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সুধাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ট্রলারটি সিরাজগঞ্জের চৌহালী থেকে গরুবোঝাই করে নারায়ণগঞ্জের মোগড়াপাড়া হাটে যাচ্ছিলো। সুধাকান্দি এলাকায় পৌঁছালে ট্রলারটি ডুবে যায়।
ওই ট্রলারে থাকা জাকির হোসেন নামে গরু ব্যবসায়ী জানান, ট্রলারটি ডুবে যাওয়ার সময় কয়েকটি গরুর গলার দড়ি ছেড়ে দেয়ায় সেগুলো পাড়ে উঠতে পেরেছে। কিন্তু অনেক গরু ডুবে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমান আদিত্য।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ