ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

সাংবাদিকরা হলো সমাজ পরিবর্তনের হাতিয়ার : প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

প্রকাশনার সময়: ২২ জুন ২০২৩, ২১:৫৪ | আপডেট: ২২ জুন ২০২৩, ২৩:৩০

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল নাসিম বলেছেন, সাংবাদিকরা হলো সমাজ পরিবর্তনের হাতিয়ার। বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের মান নিশ্চিত এবং সংরক্ষণ করতে হবে। প্রেসকে স্বাধীন হতে হবে, সেযেন নিরপেক্ষভাবে সব খবর দিতে পারে সেই বন্দোবস্ত রাখতে হবে।

বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে শহরের সার্কিট হাউজে গাজীপুর জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. কামরুজ্জামান। ‘প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ ও প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের জন্য আচরণবিধি প্রতিপালন’ শীর্ষক এ সভা আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের সম্মান করতেন। বঙ্গবন্ধুর সঙ্গে সাংবাদিকদের সুসম্পর্ক ছিল। তিনি তার জীবনে সবসময় সাংবাদিকদের সমর্থন পেয়েছেন। বঙ্গবন্ধু বলেছেন, সাংবাদিক হলো শ্রদ্ধেয় সমাজের ব্যক্তিত্ব। তারা হলো ক্রীম অব দ্যা সোসাইটি। তিনি সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করেছেন। তিনি প্রেস কাউন্সিল গঠন করেছেন। তিনি চেয়েছেন প্রেস কাউন্সিল হবে স্বাধীন এবং সাংবাদিকদের উন্নয়নে কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘অনেক সাংবাদিকরা মনে করেন যাহা দেখিব তাহাই লিখিব, কিন্তু আমি বলছি তা নয়। আমি বলছি যাহা দেখিব তারমধ্যে যাহা লিখিলে দেশের ও সমাজের ক্ষতি হবে না, উপকার হবে তাহাই লিখিব।’

নিজামুল নাসিম বলেন, ‘সাংবাদিকতার মান উন্নয়নের জন্য নতুন সাংবাদিকদের ন্যূনতম স্নাতক পাস বা সাংবাদিকতায় ৫ বছরের অভিজ্ঞতা এবং প্রেস কাউন্সিলের সনদ থাকতে হবে। এজন্য সাংবাদিকদের ডাটা বেইজ তৈরির কাজ চলছে। ইতোমধ্যে দেশের ২২টি জেলার সাংবাদিকদের ডাটা বেইজ তৈরির কাজ সম্পন্ন হয়েছে।’

গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় জেলা তথ্য অফিসার মো. ওবাইদুল কবির মোল্লা, জিএমপি’র সহকারি কমিশনার ফাহিম আসজাদ ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সুপারিনডেন্ট মো. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। এ সময় মুক্ত আলোচনায় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ বক্তব্য রাখেন।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ