ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে আঘাত পেয়ে ব্যবসায়ীর মৃত্যু 

প্রকাশনার সময়: ২১ জুন ২০২৩, ১৬:৩২

কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে মাথায় আঘাত পেয়ে মো. নাছির (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ জুন) সকাল সাড়ে ৬ টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল।

নিহত ব্যক্তি বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খিতাপচর গ্রামের মো.শাহজাহানের ছেলে। তার ৩ মেয়ে ও ১ ছেলে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২০ জুন বিকেল ৪ টার দিকে কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে মাথায় আঘাত পান নাছির। তিনি গরুবাহী মিনি ট্রাকে ছিলেন।

নাছিরের ছোট ভাই গিয়াস উদ্দিন জানান, খাগড়াছড়ি থেকে বিক্রির জন্য গরু নিয়ে বোয়ালখালী আসছিলেন নাছির। সেতু পার হওয়ার সময় একটি গরু লাফালাফি করায় সেটিকে সামলা দিতে ট্রাকে দাঁড়ালে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ