ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১, ১ রজব ১৪৪৬

বাঘায় ৪ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশনার সময়: ১৮ জুন ২০২৩, ২১:৫৪ | আপডেট: ১৮ জুন ২০২৩, ২২:০০

রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদের উপনির্বাচনের ৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (১৮ জুন) মনোনয়ন দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন তারা।

তারা হলেন- উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা মাসুদ লতা, উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা ইয়াসমিন সাথী, বাজুবাঘা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শরিফা খাতুন এবং আ’লীগের সমর্থক রিনা খাতুন।

জানা যায়, ২০১৯ সালের ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে রিজিয়া আজিজ সরকার ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তিনি ৮ এপ্রিল হার্ডস্টোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় এ পদটি শূন্য হয়। এর ফলে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭ জুলাই উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ১৮ জুন, যাচাই-বাছাই ১৯ জুন, প্রার্থিতা প্রত্যাহার ২৫ জুন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন বলেন, তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যেই প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। সুষ্ঠ সুন্দুর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আসা করছি। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৬৩৭। এর মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৩৬২ এবং মহিলা ভোটার ৮১ হাজার ২৭৫ জন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ