কক্সবাজারের কুতুবদিয়ায় খালে লবণ বোঝাই করতে গিয়ে ডিঙ্গি নৌকা পানিতে ডুবে বাহাদুর আলম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১৮ মে) দুপুর ১টার দিকে উত্তর ধুরুং জহির আলী সিকদার পাড়ায় এই ঘটনা ঘটে। সে ওই এলাকার আব্দুল মোতালেবের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও উত্তর ধূরুং ইউনিয়নের গ্রাম পুলিশ ফোরকান জানায়, রোববার দুপুরে জহির আলী সিকদার পাড়া ব্রীজের পাশে খালে লবণ ভর্তি ডিঙি ঠেলছিল বাহাদুর আলম। হঠাৎ সে পানিতে তলিয়ে যায়। পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে লাশ পাঠানো হয়েছে। তদন্তে রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
নয়াশতাব্দী/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ