ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

ঝাঁকি জালে ধরা পড়ল ৮ কেজির রুই

প্রকাশনার সময়: ১৭ জুন ২০২৩, ১১:০৩
ছবি : সংগৃহীত

ধরলা নদের শাখা নদীতে এক জেলের জালে ৮ কেজি ওজনের রুই মাছ ধরা পড়েছে।

শুক্রবার (১৬ জুন) সন্ধ্যার দিকে কুড়িগ্রামের পাঁচগাছি ইউনিয়নের শুলকুর বাজার এলাকায় জাহিদুল ইসলামের (৩৫) ঝাঁকি জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবস এলাকার আজিজুল হকের ছেলে জাহিদুল প্রায় প্রতিদিনই মাছ ধরতে ধরলা নদীতে যান। শুক্রবার বিকেলেও ঝাঁকি জাল নিয়ে ধরলা নদীতে গেলে তার জালে ৮ কেজি ওজনের একটি রুই আটকা পড়ে। পরে মাছটি ৮ হাজার টাকায় বিক্রি করেন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, ধরলা নদীতে পানি বেড়ে যাওয়ায় মাছটি নদীর শাখা শুলকুর বাজার ছড়ায় উঠে আসে। ঝাঁকি জাল দিয়ে মাছটি ধরতে পেরে খুবই ভালো লাগছে।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় বলেন, এখন আষাঢ় মাস, বর্ষা মৌসুম। এ সময় জেলার নদ নদীগুলোতে পানি বাড়তে শুরু করেছে। স্বাভাবিকভাবে এ সময় নদ নদীগুলোতে বিভিন্ন জাতের ছোট ও বড় মাছ ধরা পড়ে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ