ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

র‌্যাব পরিচয়ে অর্থ আত্মসাৎ, প্রতারক গ্রেফতার

প্রকাশনার সময়: ১৬ জুন ২০২৩, ১৯:১২ | আপডেট: ১৬ জুন ২০২৩, ১৯:৩৪

র‌্যাবের ভুয়া ক্যাপ্টেন পরিচয় দিয়ে বিকাশের মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগে শহীদুল ইসলাম (৪০) নামের এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) রাতে গলাচিপা উপজেলার বড় গাবুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পটুয়াখালী র‌্যাব-৮।

গ্রেফতার শহিদুল গলাচিপা উপজেলার বড় গাবুয়া গ্রামের মোসলেম প্যাদার ছেলে।

র‌্যাব জানায়, গত ১৮ মে শহীদুল নিজেকে র‌্যাবের ক্যাপ্টেন মো. মনিরুজ্জামান পরিচয় দিয়ে বরগুনার আমতলী থানার বাসিন্দা মো. ইব্রাহিম হাওলাদার (৩৮) এর মোবাইলে কল দিয়ে মামলা ও হত্যার হুমকিসহ নানা ভয়-ভীতি দেখিয়ে টাকা দাবি করেন। এতে ভয়ে ইব্রাহিম বিকাশ নম্বরে ১০,০০০/- (দশ হাজার) টাকা পাঠায়। পরে একাধিকবার কল করে বিভিন্ন ভয়-ভীতির মাধ্যমে তার কাছে আরও টাকা চাইলে ইব্রাহিম প্রতারণার বিষয়টি বুঝতে পেরে র‌্যাবের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

র‌্যাব ঘটনার সত্যতা পেয়ে শহীদুলকে গ্রেফতারের লক্ষ্যে তদন্ত শুরু করে বৃহস্পতিবার রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ও ২ টি বিকাশ নম্বর সম্বলিত সিমকার্ড জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহীদুল ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার বিষয়টি র‌্যাবের কাছে স্বীকার করে।

শহিদুলের বিরুদ্ধে মামলা দিয়ে আমতলি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ