ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

সাংবাদিক হত্যায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন

প্রকাশনার সময়: ১৬ জুন ২০২৩, ১৮:৪৮

একাত্তর টেলিভিশনের জামালপুরের বকশীগঞ্জের সংবাদ সংগ্রাহক ও দৈনিক মানবজমিনের বকশীগঞ্জ প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানববন্ধন করেছে রূপগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদ ও সুশীল সমাজ।

শুক্রবার (১৬ জুন) বেলা ১১ টার দিকে উপজেলার কাঞ্চন-রূপসী সড়কের কালাদী বেবী স্ট্যান্ড এলাকা এ কর্মসূচী পালন করে।

একাত্তর টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি রিয়াজ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কাঞ্চন পৌর কাউন্সিলর রোকন মিয়া, ব্যবসায়ী আব্দুল্যাহ মিয়া, ব্যবসায়ী আমিনুল ইসলাম, মাজহারুল ইসলাম মাসুম, যমুনা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি ও মানবজমিনের স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন জয়, বাংলা টিভির রূপগঞ্জ প্রতিনিধি সোহেল কিরন, জাহিদুল হক রনি, শাকিল আহমেদ টিপুসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা, সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল আলম বাবুসহ তার সহযোগীদের দ্রুত গ্রেফতারের জন্য প্রধানমন্ত্রী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। অন্যথায় বড় ধরনের আন্দোলনের ডাক দিবেন বলে বক্তারা হুশিয়ারি দেন।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ