ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

মাদ্রাসা থেকে ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল দুই ছাত্রীর

প্রকাশনার সময়: ১৫ জুন ২০২৩, ২০:৫৫

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বজ্রপাতে মাদ্রাসা পড়ুয়া দুই ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে উপজেলার জরিপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার জরিপাপাড়া গ্রামের জুতি মিয়ার ৮ বছর বয়সী কন্যা লাবীবা, এবং প্রতিবেশী ওমেদ আলীর ১২ বছর বয়সী মেয়ে মুর্শিদা আক্তার।

স্থানীয়রা জানান, নিহত দুজনেই স্থানীয় ঘোষগাও বকুলতলা মহিলা মাদ্রাসার ছাত্রী। বিকেলে ছুটি হওয়ার পর বাড়ি ফেরার পথে রহিম উদ্দিনের বাড়ির কাছে আসলে হঠাৎ বজ্রপাত হয়। বজ্রপাতে দুজনেই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে।

স্থানীয় ঘোষগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে দুই মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় ওই গ্রামে শোক বিরাজ করছে।’

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ