ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

মসিকের আয়োজনে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশনার সময়: ১৩ জুন ২০২৩, ১৯:৩৫

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আগামী ১৮ জুন রোববার সারাদেশের ন্যায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনেও ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন লক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী। সভাপতিত্ব করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ।

এ ছাড়া কর্মশালায় মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডা. আসমাউল ইসলাম রূম্পা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফাহমিদা ইসলাম লিমাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ