ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশনার সময়: ১৩ জুন ২০২৩, ১৮:১১

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড উপজেলা শাখার আয়োজনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কেউন্দিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে `উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ' এই স্লোগানকে সামনে রেখে, দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নুসরাত নওশীন সুবর্ণা। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান। প্রশিক্ষণে ওই বিদ্যালয়ের শতাধিক ছাত্রী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, একজন ছাত্রী দুইশত টাকা সঞ্চয় দিয়ে সরকারি প্রণোদনা পাবেন চারশত টাকা।

বিদ্যালয়ের ছাত্রী নুসরাত জাহান ও রিনা জানান, এই সঞ্চয়ের মাধ্যমে আমরা খুবই উপকৃত হব। যে টাকা জমা দেবো তার ডাবল টাকা আমরা পাবো।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ