ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

জয়পুরহাটে বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন 

প্রকাশনার সময়: ১৯ জুন ২০২১, ১৭:৪২

করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সংক্রমণ প্রতিরোধে জয়পুরহাটে গরীব, দুস্থ, অসহায় করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনস্ ড্রিলশেড এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা।

পুলিশ সুপার জানান, করোনা সংক্রমিত রোগীদের অনেক সময় শ্বাসকষ্ট দেখা দেয়। এ সংকট থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে সম্পূর্ণ বিনামূল্যে ২৪ঘন্টা করোনা রোগীদের অক্সিজেন সিলিন্ডার দেওয়া হবে। ফোন দিলেই জেলার যেকোনো এলাকায় রোগীদের কাছে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার।

পরে ৫ থানার পুলিশ কর্মকর্তাদের মাঝে সুরক্ষাসামগ্রী তুলে দেন পুলিশ সুপার।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, আব্দুস সালাম, ইসতিয়াক আলমসহ অন্যান্যরা।

নয়া শতাব্দী/ এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ