নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত কায়েতপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে চনপাড়া উপ-নির্বাচনে হাতি প্রতীকে বেসরকারিভাবে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন শমসের আলী খান। রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তাজাল্লি ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো প্রকার সংঘাত ছাড়া শান্তিপূর্ণভাবে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিজয়ী শমসের আলী খান ৩ হাজার ৬৪০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিউবওয়েল প্রতীকে নুর আলম মুন পেয়েছেন ৩ হাজার ১৯৭ ভোট।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষে রূপগঞ্জে আলোচিত এই ওয়ার্ডের ১০টি ভোটকেন্দ্রে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত, দুই প্লাটুন বিজিবি, ২ প্লাটুন র্যাব, ১৩ প্লাটুন জন পুলিশ, ২শ আনসার সদস্যসহ বিপুলসংখ্যক সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন।
এ ছাড়া নির্বাচন পরবর্তী যেন কোনো প্রকার সহিংসতা না ঘটে সেজন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করবেন।
এ ওয়ার্ডে মোট ভোটার ২২ হাজার ৭ জন। ১০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। এখানে মোট প্রার্থী ছিলেন ১৬ জন।
উল্লেখ্য, বুয়েট শিক্ষার্থী ফারদিন নুর পরশ হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চনপাড়া বস্তিতে অভিযান চালালে সাবেক ইউপি সদস্য বজলুর রহমানের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। পরবর্তীতে র্যাব অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, হেরোইন ও জাল টাকার নোটসহ বজলুরকে গ্রেফতার করে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় এ বছরের ৩১ মার্চ সন্ধ্যায় মারা যান তিনি। এরপর ওই ওয়ার্ডটির সদস্য পদ শূন্য হয়।
নয়া শতাব্দী/এসআর/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ