ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

গাজীপুরে জঙ্গল থেকে অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ১২ জুন ২০২৩, ২১:১৭

গাজীপুরের কালিয়াকৈরে জঙ্গল থেকে এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ জুন) সকালে উপজেলার বরাব এলাকার জঙ্গল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাদ্দাম হোসেন (২৫) পাবনার ঈশ্বরদীর আলতাপাড়া গ্রামের হাতেম মোল্লার ছেলে। তিনি উপজেলার মৌচাক ভান্নাড়া পূর্বপাড়া স্থানীয় বাবুর বাসার ভাড়াটিয়া।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সাদ্দাম অটোরিকশা নিয়ে বাসা হতে বের হয়। এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যায়নি। সোমবার সকালে উপজেলার বরাব এলাকায় পাশে থাকা একটি জঙ্গলে ওই যুবকের গলাকাটা মরদেহ দেখতে পায় এলাকাবাসীরা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ থানায় নেওয়া হয়েছে। পরে পরিবার তার মরদেহ শনাক্ত করেছে। অটোরিকশাটি পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ