বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। বরিশাল সিটির ১২৬টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হয়।
দায়িত্বশীল সূত্র থেকে এখন পর্যন্ত ১২৬টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত নৌকা প্রতীকে পেয়েছেন ৮৭,৭৫২ ভোট; ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৪,৩৪৫ ভোট।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, বরিশাল সিটিতে ১ হাজার ১৪৬টি সিসি ক্যামেরার আওতায় ছিল পুরো নির্বাচন। এতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এতে ১২৬টি ভোটকেন্দ্রের ৮৯৪টি ভোটকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
নয়াশতাব্দী/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ