অনুষ্ঠিত হচ্ছে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। আজ সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে নির্বাচনের ভোট গ্রহণ, চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
এদিকে বেলা বাড়ার সাথে সাথে বরিশাল নগরীতে বেড়েছে বহিরাগতদের আনাগোনা।
এর আগে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার নির্বাচনের একদিন পূর্বে বহিরাগতদের বরিশাল ছাড়তে হবে বলে প্রেস ব্রিফিং করে এ কথা জানান তিনি। এরপর বহিরাগতরা গাঁ ঢাকা দিলেও আজ সোমবার ভোর থেকেই ভোটকেন্দ্রে আসতে শুরু করে বহিরাগতরা। এক পর্যায়ে বরিশাল নগরীর প্রত্যেকটি কেন্দ্রে অবস্থান নিতে শুরু করেন তারা।
সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ ভোটকেন্দ্রে হাতপাখার প্রার্থীর পক্ষে বহিরাগতরা অবস্থান করছে। বেলা বাড়ার সাথে সাথে হাতপাখার বহিরাগতদের সাথে অপর প্রার্থীর কর্মী সমর্থকদের দ্বন্দ্ব শুরু হয়। প্রায় অধিকাংশ কেন্দ্রে এ দ্বন্দ্ব ছড়িয়ে পড়ায় বরিশাল নগরজুড়ে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়েছে।
এছাড়াও লাঙ্গল মার্কার মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপসের সাথেও ভোটকেন্দ্রে হাতাহাতি হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
তিনি অভিযোগ করে জানান, অধিকাংশ ভোটকেন্দ্র ভোটারদের আসতে বাঁধা দেয়া হচ্ছে।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন একই অভিযোগ করে বলেন, তার এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না এবং ভোটারদের ভোটকেন্দ্রে নানাভাবে বাঁধা সৃষ্টি করছে।
এছাড়াও প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ দিচ্ছে সাংবাদিকদের কাছে।
নয়াশতাব্দী/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ