বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ চমৎকার। ভোট ভালো হচ্ছে। এভাবে ভোট চললে আমরা জয়যুক্ত হবো।
সোমবার (১২ জুন) সকাল সোয়া ১০টার দিকে নগরের কালিবাড়ি রোডের সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এ কথা বলেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তোলা অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কী বলবো। আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, নির্বাচন কমিশন রয়েছে। তারাই এগুলো পর্যবেক্ষণ করবে। তবে আমার কোনো অভিযোগ নেই।’
ভোটার উপস্থিতি সন্তোষজনক জানিয়ে তিনি বলেন, ‘ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসছেন, ভোট দিচ্ছেন।’
এদিকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভাই আবুল হাসানাত আবদুল্লাহ ও ভাতিজা সাদিক আবদুল্লাহ ভোট দেবেন কি না, সে বিষয়ে আজ সোমবারও কোনো মন্তব্য করতে রাজি হননি আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।
তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’
নয়াশতাব্দী/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ